Country

4 hours ago

Nagpur : নাগপুরের দুই স্থানে হিংসা ও সংঘর্ষ, কারফিউ জারি বিস্তীর্ণ অঞ্চলে

Violence and clashes in two places in Nagpur
Violence and clashes in two places in Nagpur

 

নাগপুর, ১৮ মার্চ : দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও হিংসাত্মক ঘটনার জেরে অশান্ত হয়ে উঠল মহারাষ্ট্রের নাগপুর। সোমবার রাতে নাগপুরের দুই স্থানে হিংসাত্মক ঘটনা ঘটে। প্রথমে নাগপুরের মহল এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, এরপর নাগপুরের হংসাপুরী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, হংসাপুরী এলাকায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাইক ও গাড়ি।

হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে নাগপুরের বিস্তীর্ণ অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। নাগপুরের পুলিশ কমিশনার ডঃ রবিন্দর কুমার সিঙ্গল বলেছেন, নাগপুর শহরের কোতোয়ালি, গণেশপেঠ, লাকদগঞ্জ, পাচপাওলি, শান্তিনগর, সাক্করদারা, নন্দনবন, ইমামওয়াদা, যশোধরা নগর এবং কপিল নগর থানার সীমানায় কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।

হংসাপুরী এলাকার একজন স্থানীয় দোকানদার বলেছেন, "রাত ১০.৩০ মিনিট নাগাদ আমি আমার দোকান বন্ধ করছিলাম। হঠাৎ দেখি লোকজন গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি যখন আগুন নেভানোর চেষ্টা করি, তখন আমাকে পাথর দিয়ে আঘাত করা হয়। আমার দু'টি গাড়ি এবং কাছাকাছি পার্ক করা আরও কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।"

You might also like!