অমরাবতী, ১৮ জুন : বুধবার অন্ধ্রপ্রদেশের গ্রেহাউন্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জন মাওবাদী নেতা নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য গজারলা রবি ওরফে উদয়, অন্ধ্রপ্রদেশ জোনাল কমিটির সদস্য অরুণা এবং এরিয়া কমিটির সদস্য অঞ্জু। জানা গেছে, অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলার কোন্ডামোডালু বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র মাওবাদীদের মধ্যে সংঘর্ষে ৩ শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়েছেন।