Country

1 month ago

Yamuna River:যমুনার জল এখনও দূষিত, কালিন্দী কুঞ্জে ভেসেই বেড়াচ্ছে বিষাক্ত ফেনা

Yamuna River
Yamuna River

 

নয়াদিল্লি, ২৮ অক্টোবর : এমনিতেই বায়ুদূষণ, বাতাসের গুণগতমান খারাপ, তার মধ্যে যমুনা নদীর জল এখনও খারাপ অবস্থায় রয়েছে। কিছু দিন পরই ছোটপুজো, তার আগে যমুনার জলে ভেসে বেড়ানো বিষাক্ত এই ফেনা চিন্তা বাড়াচ্ছে। দিল্লিতে যমুনার জলে সোমবার সকালেও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো সোমবারও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে।

যমুনার জল থেকে এই বিষাক্ত ফেনা সরানো হচ্ছে, তবুও যেন পরিষ্কার হচ্ছে না জল। সোমবার সকালেও রাজধানী দিল্লি ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায়। বাতাসের গুণগতমানও নীচের দিকে নেমে যায়। এই দূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গেল বিষাক্ত ফেনা। গত কয়েকদিনের মতো সোমবারও দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে।


You might also like!