Country

1 day ago

Karnataka Congress Power Play: ভোট চুরির অভিযোগে বিশেষ ‘অভিযানে’ কর্নাটক কংগ্রেস, নেতৃত্বে শিবকুমার

Deputy Chief Minister DK Shivakumar
Deputy Chief Minister DK Shivakumar

 

বেঙ্গালুরু, ১৩ ডিসেম্বর : ভোট চুরির বিরুদ্ধে অভিযানে নামল কর্নাটক কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের নেতৃত্বে এই বিশেষ কর্মসূচিতে কংগ্রেসের সব স্তরের কর্মী-সমর্থকরা অংশ নিয়েছেন। শিবকুমারের কথায়, ‘কংগ্রেস সব সময়ে গণতন্ত্র এবং সংবিধানের পক্ষে। প্রতিটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই লড়াই চালিয়ে যাব।’ শনিবার ডি কে শিবকুমার বলেন, "আমরা সকলেই 'ভোট চুরি' কর্মসূচিতে যোগদান করেছি। আমরা আমাদের সমস্ত ব্লক সভাপতি, কর্মীদের এতে যোগদানের জন্য অনুরোধ করেছি। কর্নাটকের ফ্রিডম পার্ক থেকে, এই আন্দোলন শুরু হয়েছে। আমরা ভোটাধিকারের জন্য লড়াই করব। কংগ্রেস দল সর্বদা গণতন্ত্র এবং সংবিধানের পক্ষে দাঁড়িয়েছে এবং প্রতিটি নাগরিকের ভোট গুরুত্বপূর্ণ, তাই আমরা লড়াই করব এবং প্রতিটি ভোট রক্ষা করব।"

You might also like!