Country

3 days ago

Sunil Kumar Sharma: কোনও প্রতিশ্রুতিই রাখেনি সরকার, ওমরের বাজেটকে তোপ সুনীলের

Sunil Kumar Sharma
Sunil Kumar Sharma

 

জম্মু, ৭ মার্চ : জম্মু ও কাশ্মীরের বাজেটের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা সুনীল শর্মা। ওমর আব্দুল্লাহর বাজেটের সমালোচনা করে জম্মু ও কাশ্মীরের বিরোধী দলনেতা সুনীল শর্মা বলেছেন, ওমর আব্দুল্লাহ এই বাজেটে দৈনিক মজুরি শ্রমিক এবং বেকারদের জন্য কী রেখেছেন? লেফটেন্যান্ট গভর্নরের প্রশাসনের সময়, জম্মু ও কাশ্মীরে ৪৫ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান পেয়েছেন।সুনীল শর্মা আরও বলেছেন, বাজেটে ওবিসি, এসসি, অথবা এসটি সম্প্রদায়ের জন্য কোনও বিধান নেই। তাঁরা (জম্মু ও কাশ্মীর সরকার) জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনওটিই বাজেটে প্রতিফলিত হয়নি।"


You might also like!