Country

1 month ago

Terror attack in Doda :ডোডায় সন্ত্রাসী হামলা : সেনা প্রধানের সঙ্গে কথা রাজনাথের, ব্যথিত মনোজ সিনহা

Terror attack in Doda
Terror attack in Doda

 

শ্রীনগর, ১৬ জুলাই : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সন্ত্রাসী হামলায় চার সেনা জওয়ানের মৃত্যুতে ব্যথিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার তিনি কথা বলেছেন সেনা প্রধানের সঙ্গে, তাঁর কাছ থেকে শুনেছেন সামগ্রিক পরিস্থিতি। চার সেনা জওয়ানের মৃত্যুতে ব্যথিত জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও। তিনি শোকবার্তায় জানিয়েছেন, "ডোডা জেলায় আমাদের সেনা জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশ জওয়ানদের ওপর কাপুরুষোচিত হামলার কথা জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা, যারা আমাদের দেশকে রক্ষা করতে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা সৈন্যদের মৃত্যুর প্রতিশোধ নেব এবং সন্ত্রাসী ও তাদের সহযোগীদের কুপরিকল্পনা নস্যাৎ করব।"

উল্লেখ্য, সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। সঙ্গে ছিল জম্মু ও কাশ্মীর পুলিশও। দুই পক্ষের লড়াইয়ে অনন্ত চার জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। জখম পুলিশ কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে এলোপাথাড়ি গুলি। পাল্টা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সন্ত্রাসীদের গুলিতে চার জন জওয়ান এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলাবার ভোরে তাঁদের মৃত্যু হয়।

You might also like!