Country

1 month ago

Mysterious City: রাত নামলেই শোনা যায় অদ্ভুত আওয়াজ! জানেন ভারতের সবথেকে রহস্যময় শহর কোণটি?

Mysterious City (Symbolic Picture)
Mysterious City (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অনেকেই বলেন যে, অশুভ শক্তি বা ভূত বলে এই বিশ্বে কিছুই হয়না। তবে এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে, যার কারণ বিজ্ঞানীরাও উদ্ধার করতে পারেন নি। তেমনি এক জায়গা হল তামিলনাড়ুর পূর্ব উপকূলে রামেশ্বরম দ্বীপের দক্ষিণপ্রান্তে অবস্থিত ধনুশকোডি শহর।

পুরাণে উল্লেখ আছে, লঙ্কা জয়ের পর ভগবান রাম রাবণের ছোট ভাই বিভীষণের কাছে রাজ্য হস্তান্তর করেন। এরপর লঙ্কার নিয়ন্ত্রণে থাকা বিভীষণ ভগবান রামকে অনুরোধ করলেন যে রাম সেতু ভাঙতে। বিভীষণের অনুরোধে ভগবান রাম তার ধনুকের এক প্রান্ত দিয়ে সেতুটি ভেঙ্গে দেন। সেই থেকে এই স্থানটি ধনুশকোডি নামে বিখ্যাত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, এই শহরে প্রেতাত্মাদের অনুভব করা যায়। ১৯৬৪ সালে একটি প্রচন্ড ঘূর্ণিঝড়ের সময় যারা এখানে এসেছিলেন তারা বুঝতে পারেন যে তাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটছে।

এই খবর শোনার পর, তামিলনাড়ু সরকার এই শহরটিকে একটি ভুতুড়ে শহর এবং বসবাসের অযোগ্য হিসেবে ঘোষণা করে। সূর্যাস্তের পর কেউ যেন এখানে না যায়, সে বিষয়েও সতর্ক করছে সরকার। তাই ধনুশকোডিকে বলা হয় ভারতের অন্যতম রহস্যময় শহর।

You might also like!