শিমলা, ২৭ আগস্ট : একটানা তিন দিন ধরে প্রবল বৃষ্টিপাতের পর বুধবার সকল থেকে হিমাচল প্রদেশের কুল্লুতে আবহাওয়া পরিষ্কার হয়ে উঠেছে। মান্ডিতেও আবহাওয়ার উন্নতি হয়েছে। তবে, এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই। আবহাওয়া দফতর আগামী দু'দিন চাম্বা, কাংড়া ও মান্ডিতে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। কুল্লুতে একটানা বৃষ্টিপাতের ফলে বিয়াস নদীর জলস্তর বেড়ে গেছে অনেকটাই। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতীয় সড়ক ৩-এ মহাসড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমতাবস্থায় কুল্লু ও মান্ডিতে আবহাওয়ার উন্নতি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।