
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিন দেশ সফর শুরু করলেন। সোমবার সকালে নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে তিন দেশ সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী জর্ডনে গিয়ে রাজা আবদুল্লা বিন আল হুসেনের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক, সমৃদ্ধি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন। দুই দেশের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের এটি ৭৫ তম বর্ষ।
এরপর ১৬ তারিখ তিনি ইথিওপিয়া যাবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর সেদেশে প্রথম সফর। দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী করাই এর উদ্দেশ্য। সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী ওমানে যাবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ওমান সফর।
প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স মাধ্যমে জানান, "আজ আমি জর্ডনে থাকব। এই সফর এমন এক সময়ে যখন আমরা আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপন করছি। আমি রাজা আবদুল্লা এবং প্রধানমন্ত্রী জাফর হাসানের সঙ্গে বৈঠক করব। আমি ক্রাউন প্রিন্স আল হুসেন বিন আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে আলাপচারিতা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"
Over the next three days, will be going to Jordan, Ethiopia and Oman. These are three valued partners with whom India has age-old civilisational ties and strong bilateral relations.https://t.co/QSkwR9m6IZ
— Narendra Modi (@narendramodi) December 15, 2025
