Country

3 months ago

Heavy Rainfall in Mumbai:৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি মুম্বইয়ে, প্রভাবিত রেল ও সড়ক পরিষেবা

Heavy Rainfall in Mumbai
Heavy Rainfall in Mumbai

 

মুম্বই, ৮ জুলাই : প্রবল বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল মায়ানগরী মুম্বইয়ে। রবিবার গভীর রাত ১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মাত্র ৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। অবিশ্রান্ত বৃষ্টিতে মুম্বইয়ের চারিদিকে এখন শুধু জল আর জল। বৃষ্টির জেরে রেল ও সড়ক পরিষেবা বিঘ্নিত হয়েছে মুম্বইয়ে। বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি) জানিয়েছে, নিচু এলাকায় ভারী বৃষ্টিতে জল জমে যাওয়ায় শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের অসুবিধা এড়াতে মুম্বইয়ে সমস্ত বিএমসি, সরকারি ও বেসরকারি স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

ভারী বৃষ্টির ফলে সেন্ট্রাল রেলের শহরতলির পরিষেবা প্রভাবিত হয়েছে। সিওন ও ভান্দুপ এবং নাহুর স্টেশনের মধ্যে ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে। বৃষ্টির জল রেললাইনে জমে থাকায় এই বিপত্তি। মুম্বইয়ের রাস্তায় কোথাও হাঁটু, কোথাও আবার কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। এর ফলে রাস্তায় যানবাহন চলাচল প্রভাবিত হয়েছে। মুম্বইয়ের কিং সার্কেল এলাকা জলের তলায়। এদিন বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। বিদ্যাবিহার রেল স্টেশন জলের তলায়। ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে এদিন সকালে ব্যাপক যানজট দেখা দেয়। তবে, বৃষ্টির জল কমার পর সেন্ট্রাল লাইনে লোকাল ট্রেন পরিষেবা আবারও চালু হয়েছে সোমবার সকালে।

You might also like!