Country

6 hours ago

Jammu-srinagar Highway Closed: পঞ্চম দিনেও বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, চিন্তায় আপেল ব্যবসায়ীরা

Jammu-Srinagar highway closed
Jammu-Srinagar highway closed

 

শ্রীনগর, ৩০ আগস্ট : টানা পঞ্চম দিনের জন্য বন্ধ রয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক শনিবারও যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্থানে আটকে পড়েছে বহু পণ্যবোঝাই গাড়ি। জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে কাশ্মীরের আপেল ব্যবসা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে মাথায় হাত আপেল চাষি ও ব্যবসায়ীদের। জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে আপেল বোঝাই অসংখ্য ট্রাক আটকে পড়েছে। দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে আপেল। জম্মু-শ্রীনগর হাইওয়ে কখন উন্মুক্ত হবে, আপাতত সেই অপেক্ষায় ট্রাকের চালক ও ব্যবসায়ীরা।

You might also like!