Country

4 days ago

IndiGo Crisis: বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তিতে ইন্ডিগোর যাত্রীরা, অব্যাহত উড়ান বিভ্রাট

IndiGo Crisis
IndiGo Crisis

 

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : পরিস্থিতি এখনও স্বাভাবিক হল না, এই নিয়ে টানা ১০-দিন ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত। ইন্ডিগোর সিইও পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার দাবি করলেও, বুধবারও অব্যাহত উড়ান বিভ্রাট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিছু উড়ান বাতিল ছিল। কিছু উড়ানে বিলম্বেরও অভিযোগ যাত্রীদের। একই পরিস্থিতি দেশের অন্যান্য বিমানবন্দরেও।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ইন্ডিগো-বিপর্যয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডুর নির্দেশে চার সদস্যের কমিটি ইন্ডিগো বিপর্যয়ের তদন্ত করছে। ইন্ডিগোকে শোকজ নোটিসও জারি করা হয়। গত সোমবার সেই নোটিসের জবাবও দেয় ইন্ডিগো। তারই মধ্যে ইন্ডিগোর সিইও এবং অন্য কর্তাদের সঙ্গে বৈঠকও করেন নায়ডু। কেন এমন পরিস্থিতি হল, তা জানতে চান ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে।

You might also like!