Country

1 week ago

Om Birla Performs Yoga :ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও যোগ সমগ্র বিশ্বকে সংযুক্ত করছে : ওম বিড়লা

Om Birla Performs Yoga
Om Birla Performs Yoga

 

নয়াদিল্লি, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগ অনুশীলন করলেন সপ্তদশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে যোগ অনুশীলনের নেতৃত্ব দেন ওম বিড়লা। তিনি ও অন্যরা নানা ধরনের যোগ করছে করেন। তাঁর কথায়, ভারতের সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও যোগ সমগ্র বিশ্বকে সংযুক্ত করছে।

ওম বিড়লা বলেছেন, "যোগ আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ। এটি অভ্যন্তরীণ শক্তি উৎপন্ন করে। এটি আমাদের সমস্ত উত্তেজনাও দূর করে। এটি আমাদের কাজের ক্ষমতাও বাড়ায়। আর তাই সমগ্র বিশ্ব এখন যোগ গ্রহণ করেছে।"


You might also like!