Business

6 months ago

Stock index:বুধের সকালে কিছুটা বাড়লো শেয়ার সূচক

Stock index
Stock index

 

মুম্বই, ১৯ জুন : বুধবার বাড়লো শেয়ার সূচক। এদিন সকাল থেকেই মূল সূচকগুলির মাত্রা কিছুটা উচ্চতায় পৌঁছয়। বুধবার সকাল সকাল মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১০২.০২ পয়েন্ট ও ৩০.৩৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়।

এদিন বেশি লাভ হয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস, স্যানোফি ইন্ডিয়া, দ্য ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস ত্রিবাঙ্কোর, দীপক ফার্টিলাইজারস অ্যান্ড পেট্রোকেমিক্যালস কর্পোরেশন, চম্বল ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস, স্যাফায়ার ফুডস ইন্ডিয়া, জোম্যাটো, গুজরাট স্টেট ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালসে।

তবে এদিন পতন দেখা গেছে জেডএফ কমার্সিয়াল ভেহিকেল কন্ট্রোল সিস্টেমস ইন্ডিয়া, শোভা, মাজাগন ডক শিপবিল্ডার্স, ম্যাক্রোটেক ডেভলপারস, ইন্দাস টাওয়ারস, ভারত ডায়নামিক্স, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস,ইত্যাদি শেয়ারে। পাশাপাশি এদিন বেশ কিছু সেক্টরের মধ্যে নিফটি রিয়েলটিতে পতন দেখা গিয়েছে। এই সূচক প্রায় ০.৭২ শতাংশ হ্রাস পেয়েছিল। অন্যদিকে, নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে বৃদ্ধি দেখা গিয়েছে।


You might also like!