West Bengal

1 week ago

Kanchanjungha Express Accident:ট্রেন দুর্ঘটনার ফলে বেশ কিছু ট্রেনের গতিপথ বদল

Kanchanjungha Express Accident
Kanchanjungha Express Accident

 

কলকাতা, ১৭ জুন  : দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ফলে বেশ কিছু ট্রেনের গতিপথ বদল করল রেল। দুপুর পর্যন্ত কোনও ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর মেলেনি। কোন কোন ট্রেনের গতিপথ পরিবর্তিত হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে রেল।

রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি এক্সপ্রেস, ২০৫০৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৪২৩ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, ০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি হাবিবগঞ্জ স্পেশ্যাল ঘুরিয়ে দেওয়া হবে নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি-বাগডোগরা-আলুয়াবাড়ি রেল জংশন লাইনে।

এ ছাড়া, ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ০৬১০৫ নাগেরকোলি-ডিব্রুগড় স্পেশ্যাল, ২০৫০৬ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ১২৪২৪ নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে আলুয়াবাড়ি রেল জংশন-বাগডোগরা-শিলিগুড়ি- নিউ জলপাইগুড়ি লাইনে।

You might also like!