Country

3 hours ago

Heavy rains lash Mumbai: রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস, ফের বর্ষণ মুম্বই ও দিল্লিতে

IMD warned of heavy rains
IMD warned of heavy rains

 

নয়াদিল্লি, ২৫ আগস্ট : ভারী বৃষ্টিতে এমনিতেই বন্যা পরিস্থিতি রাজস্থানের বিভিন্ন জেলায়, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। এমতাবস্থায় পূর্ব ও পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্ব ও পশ্চিম রাজস্থান ছাড়াও, পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ এবং সিকিমের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। আইএমডি জানিয়েছে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে। বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।

ভারী বৃষ্টিপাতের জেরে রাজস্থানের বন্সওয়ারা জেলায় নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সঙ্গমেশ্বর মন্দির জলে ডুবে গেছে। ভক্তরা আরতির জন্য মন্দিরের ওপরে উঠে যাচ্ছেন। অন্যদিকে, সোমবার সকালেই মুষলধারে বৃষ্টি হয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ে, বৃষ্টি হয়েছে হরিয়ানা এবং রাজধানী দিল্লিতেও। বৃষ্টির জেরে মুম্বইয়ের সাইনের গান্ধী মার্কেট এলাকায় জল জমে যায়। ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েও জলমগ্ন হয়ে পড়ে।

You might also like!