Country

2 months ago

Heavy Rainfall in Pune:ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত পুণে-তে, গুজরাট-সহ অনেক রাজ্যে বৃষ্টির সতর্কতা

Heavy rains disrupt life in Pune
Heavy rains disrupt life in Pune

 

নয়াদিল্লি, ২৫ জুলাই : প্রবল বৃষ্টিতে নাস্তানাবুদ মহারাষ্ট্র ও গুজরাট-সহ দেশের বেশ কিছু রাজ্য। মহারাষ্ট্রের পুণে-তে একনাগাড়ে বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে পুণের একতা নগর, ভিথল নগর এলাকায় জল জমে গিয়েছে। জল ঢুকে গিয়েছে অনেক বাড়িতে। মুম্বইয়েও ভারী বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টিতে আন্ধেরি সাবওয়েতে জল জমে গিয়েছে।

গুজরাটের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এতটাই হচ্ছে যে গুজরাটের কয়েকটি জেলায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, গুজরাটে আগামী কিছু দিন ভারী বৃষ্টিপাত চলবে। সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যেও। মহারাষ্ট্ৰে ২৬-২৭ জুলাই ভারী বৃষ্টিপাত হবে। মধ্য মহারাষ্ট্রেই এই সময়ে অত্যধিক বৃষ্টি প্রত্যাশিত। কোঙ্কন ও গোয়াতেও আগামী কিছু দিন ভারী বৃষ্টি হবে। এছাড়াও দিল্লি, কর্ণাটক ও রাজস্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ওডিশা, কর্ণাটক উপকূল, ছত্তিশগড়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার সকালেই হালকা বৃষ্টিপাত হয়েছে।

You might also like!