নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২-৩ দিন পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। পূর্বাভাস মতোই শনিবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল পূর্ব ও উত্তর-ভারতের বিভিন্ন রাজ্য। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ওডিশার বিভিন্ন জেলায় কুয়াশার দাপট দেখা গিয়েছে।
আইএমডি জানিয়েছে, পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মেঘালয়ে ঘন কুয়াশা অব্যাহত থাকবে। মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তর-পূর্ব রাজস্থান, অসম ও ত্রিপুরায়। হিমাচলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে।