Country

3 hours ago

Schools Reopen In Jammu: দুর্যোগ কেটেছে, সাময়িক বন্ধ থাকার পর জম্মুতে ফের খুলেছে স্কুল

Jammu Schools Reopen After Flood Closure
Jammu Schools Reopen After Flood Closure

 

জম্মু, ১০ সেপ্টেম্বর: জম্মুতে আবহাওয়ার উন্নতির পর বুধবার থেকে সমস্ত স্কুল আবারও খুলে দেওয়া হয়েছে। জম্মুতে এখন আবহাওয়া পরিষ্কার, দুর্যোগের কোনও সম্ভাবনা নেই। তাই সাময়িক বন্ধ থাকার পর জম্মুতে ফের খুলেছে স্কুল। অত্যন্ত আনন্দের সঙ্গে বুধবার ছাত্র-ছাত্রীরাও স্কুলে আসে। এর আগে, জম্মু ও কাশ্মীরের জম্মু বিভাগের ভারী বৃষ্টিপাত ও এই অঞ্চলে আবহাওয়া সতর্কতা জারির পর সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অবিরাম বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় ভূমিধসের ফলে দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

You might also like!