Country

2 months ago

Organ Transplant Racket Bust:বড় সাফল্য পেল দিল্লি পুলিশ; অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের পর্দাফাঁস, ধৃত ৭ অভিযুক্ত

Delhi Police got big success; Organ transplant racket busted, 7 accused arrested
Delhi Police got big success; Organ transplant racket busted, 7 accused arrested

 

নয়াদিল্লি, ৯ জুলাই : বড়সড় সাফল্য পেল দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা। অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ। এই র‍্যাকেটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক চিকিৎসক-সহ ৭ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, এই র‍্যাকেটের সঙ্গে জড়িতদের বাংলাদেশ যোগ রয়েছে। প্রতি ট্রান্সপ্ল্যান্টের জন্য তারা ২৫-৩০ লক্ষ টাকা নিত। দাতা ও গ্রহীতা উভয়েই বাংলাদেশের। তারা ২০১৯ সাল থেকে অঙ্গ প্রতিস্থাপন চালাচ্ছে।

অপরাধ দমন শাখার ডিসিপি অমিত গোয়েল বলেছেন, "আন্তর্জাতিক অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই র‍্যাকেটের মূল মাস্টারমাইন্ড একজন বাংলাদেশি। দাতা এবং গ্রহণকারী উভয়ই বাংলাদেশের নাগরিক। আমরা রাসেল নামে একজনকে গ্রেফতার করেছি, যে রোগী ও দাতাদের মধ্যে যোগাযোগ করিয়ে দিত, ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত এক মহিলা ডাক্তারকেও গ্রেফতার করা হয়েছে।"

You might also like!