Country

1 day ago

Jyotiraditya Scindia: সংবিধান দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক : সিন্ধিয়া

Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia

 

নয়াদিল্লি, ২০ জানুয়ারি : কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোমবার ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ পোস্টকার্ড চালু করেছেন। ভারতীয় সংবিধান প্রসঙ্গে সিন্ধিয়া বলেছেন, সংবিধান দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন বলেছেন, "আমাদের সংবিধান আমাদের বই, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার জন্য পথ প্রদর্শক। এখন যখন ভারত দ্রুত সেই পথে এগিয়েছে, নতুন প্রজন্মকে এই যাত্রায় সংযুক্ত করছে। একই শক্তির সঙ্গে আজকের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হবে, আমি এ বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।"

You might also like!