দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের সমালোচনায় সরব হলের কেন্দ্রীয় মন্ত্ৰী তথা বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। তিরুবনন্তপুরমে সংবিধান গৌরব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রহ্লাদ যোশী বলেছেন, "সাম্প্রতিক দিনগুলিতে, বিশেষ করে কংগ্রেসের টানা পরাজয়ের পরে এবং গোটা দেশে কোণঠাসা হয়ে যাওয়ার পরে, তারা যদি কোনওরকম জীবনযাপন করে থাকে, তবে তা আঞ্চলিক দলগুলির কারণে, যাদের সঙ্গে তারা জোট করছে।"
প্রহ্লাদ যোশী আরও বলেছেন, "কংগ্রেস দায়বদ্ধ হয়ে উঠছে- শুধু জনগণের কাছে নয়, আঞ্চলিক দলগুলির কাছেও। কংগ্রেসের জোট ভেঙে পড়ছে; এখন তারা তাদের নিজস্ব মিত্রদের বিরুদ্ধে লড়াই করছে, যেমন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে জোট...সংবিধান গৌরব দিবস কেবল আমাদের সংবিধান উদযাপনের একটি উপলক্ষ নয়, বরং এতে নিহিত মূল্যবোধ ও নীতিগুলির একটি অনুস্মারক।"