Country

4 weeks ago

Rajeev Ranjan Singh:মৎস্যজীবীদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাজীব রঞ্জন সিং

Rajeev Ranjan Singh
Rajeev Ranjan Singh

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : মৎস্যজীবীদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য দফতরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার মৎস্যজীবীদের নিরাপত্তা দিতে সমুদ্রে মাছ ধরার ভেসেলগুলিতে এক লক্ষ ট্রান্সপন্ডার বসানোর সিদ্ধান্ত নিয়েছে। মৎস্য দফতরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং মঙ্গলবার নতুন দিল্লিতে মৎস্য ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি ব্যবহার নিয়ে এক জাতীয় সম্মেলনে বলেন, কোনও মৎস্যজীবী মাছ ধরার সময় সামুদ্রিক জলসীমা পেরিয়ে গেলে এই ট্রান্সপন্ডার সে ব্যাপারে সতর্ক করতে সাহায্য করবে।

দেশের অর্থনীতিতে মৎস্য ক্ষেত্রের এক বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে মৎস্যমন্ত্রী বলেন, মৎস্যজীবীদের ব্যবসা বাড়াতে মহাকাশ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। দেশের তিন কোটি মানুষ মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত। সরকার তাদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

You might also like!