Country

2 months ago

Election result : দেশজুড়ে উপনির্বাচনের ফল : কংগ্রেস এগিয়ে ৫টি আসনে, তৃণমূল ৪, হতাশা বিজেপি শিবিরে

Election result (symbolic picture)
Election result (symbolic picture)

 

নয়াদিল্লি, ১৩ জুলাই ঃ পশ্চিমবঙ্গ-সহ দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে শনিবার ভোট গণনা হচ্ছে। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা এই চারটি আসন ছাড়াও হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তামিলনাড়ুর বিক্রাবন্দি এবং পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে গণনা শুরু হয়েছে সকাল ৮ টায়।

১৩টি বিধানসভা আসনের মধ্যে ৫টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ৪টি আসনে এগিয়ে এবং বিজেপি, ডিএমকে, আম আদমি পার্টি ও জেডিইউ একটি করে আসনে এগিয়ে রয়েছে। হিমাচল প্রদেশের দেহরা, নালাগড় আসনে এগিয়ে কংগ্রেস। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর আসন এবং মধ্যপ্রদেশের আওয়ারওয়ারা আসনেও এগিয়ে রয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এগিয়ে এএপি। বিহারের রূপাউলি আসনে এগিয়ে জেডিইউ। হিমাচল প্রদেশের হামিরপুর আসনে এগিয়ে বিজেপি। তামিলনাড়ুর বিক্রাবন্দি আসনে এগিয়ে ডিএমকে।

You might also like!