Country

2 hours ago

Bihar News: বিহারের দানাপুরে বাড়ির ছাদ ধসে মৃত ৫, শোকাহত মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

Bihar House Collapse
Bihar House Collapse

 

দানাপুর, ১০ নভেম্বর : ইন্দিরা আবাস যোজনায় তৈরি হওয়া বাড়ির ছাদ ধসে ঘুমন্ত অবস্থায় বেঘোরে মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। রবিবার রাতে বিহারের দানাপুরের মানস গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। আকিলপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে যখন দুর্ঘটনা ঘটে, সেই সময় বাড়ির সকলে রাতে খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন। মৃতেরা হলেন বাবলু খান, তাঁর স্ত্রী রোশন খাতুন, বাবলুর ছেলে মহম্মদ চাঁদ, মেয়ে রুকসার ও ছোট মেয়ে চাঁদনি। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক বছর আগে ইন্দিরা আবাস যোজনায় ওই বাড়ি তৈরি হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির অবস্থা ভালো ছিল না। ছাদে বড় বড় ফাটল ছিল। আর্থিক সঙ্কটের কারণেই বাবলু খান বাড়ি মেরামত করতে পারেননি। একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

You might also like!