Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Cooking

3 years ago

Fruit Cream Moose : অতিথি আপ্যায়নে মেনুতে রাখুন বাড়িতে বানানো ফ্রুট ক্রিম মুস

Fruit Cream Moose
Fruit Cream Moose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মা দুর্গা কৈলাশে গমন করলেও উৎসবের মরসুম কিন্তু শেষ হয়নি এখনি, এখনো উৎসবের অনেকটাই বাকি রয়েছে। আর উৎসব মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর খাদ্য রসিক বাঙালি বরাবরই লখানাপিনা নিয়ে খানিক পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে। তো আপনিও যদিভোজন সিক বাঙালি হয়ে থাকেন এবং খাবারে যদি ফিউসান টাচ দিতে চান ৎবে বাড়িতেই একবার ট্রাই করতে পারেন ফ্রুট ক্রিম মুস। রইল সংক্ষিপ্ত রেসিপি -

৪জন ব্যক্তির জন্য ফ্রুট ক্রিম মুস বানাতে কী কী উপকরন লাগবে দেখে নিন-

উপকরণ

১) দুধ : ৮ কাপ (ঠান্ডা)

২) চিনি : ১ কাপ

৩) কাস্টার্ড পাউডার : ৮ টেবিল চামচ

৪) ঘন ক্রিম : ৪ কাপ

৫) চিনিগুঁড়ো : ২ কাপ

৬) ভ্যানিলা এসেন্স : ২ চা-চামচ

৭) কাঠ বাদাম কুচি : ৮ টেবিল চামচ

৮) পেস্তা কুচি : ৮ টেবিল চামচ

৯) কাজু কুচি : ৮ টেবিল চামচ

১০) খেজুর কুচি : ৮ টেবিল চামচ

১১) স্ট্রবেরি কুচি : ১২টি

১২) আঙুর কুচি : ৪০টি

১৩) কমলালেবু কুচি : ৪টি

১৪) আপেল কুচি : ৪টি

১৫) চিয়া বীজ : ২টেবিল চামচ

১৬) রুহ আফজা : ২ টেবিল চামচ

১৭) টুটি ফ্রুটি : ৪ টেবিল চামচ 

প্রণালী

 প্রথমে একটি পাত্রে দু’কাপ দুধ, আধ কাপ চিনি এবং ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন দলা পাকিয়ে না থাকে। এই পুরো মিশ্রণটিকে হালকা আঁচে বসিয়ে দিন। সমানে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে এলে নামিয়ে রাখুন। ঠান্ডা হলে আধঘণ্টা ফ্রিজে রেখে দিন। অন্য একটি পাত্রে ২ কাপ ঘন ক্রিম, চিনিগুঁড়ো আধ কাপ এবং আধ চা-চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভাল করে ফেটাতে থাকুন। যত ক্ষণ না ঘন হয়ে ফুলে ওঠে। এর পর ঠান্ডা কাস্টার্ডের সঙ্গে ফেটানো ক্রিম ভাল করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিন কুচি করে রাখা কাঠ বাদাম, কাজু, পেস্তা এবং খেজুর। মেশানো হয়ে গেলে কুচি করে রাখা ফলগুলোও দিয়ে দিন। পুরোটা ভাল করে মিশিয়ে, ফ্রিজে রেখে দিন।  এ বার কাচের গ্লাসে প্রথমে ১ চামচ চিয়া বীজ এবং আধ চামচ রুহ আফজা এবং ঠান্ডা কাস্টার্ড দিয়ে স্তরে স্তরে গ্লাস ভর্তি করুন। এর পর উপর থেকে আরও একটু বাদাম কুচি এবং টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ফ্রুট ক্রিম মুস।


You might also like!