Business

1 year ago

Bank Holiday in December: ডিসেম্বরে কবে কবে রয়েছে ব্যাঙ্কে ছুটি? জানুন বিস্তারিত

Bank Holiday (Symbolic Picture)
Bank Holiday (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল। আর ডিসেম্বরে রয়েছে লম্বা ছুটির লিস্ট। তাই ডিসেম্বরে ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নেওয়া দরকার RBI -এর হলিডে লিস্ট বা ছুটির তালিকা অনুযায়ী কবে কবে ব্যাঙ্ক বন্ধ রয়েছে? 

ডিসেম্বরে ছুটির দিন ছাড়াও ব্যাঙ্ক ইউনিয়নগুলি 6 দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে ওই দিনগুলোতে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এছাড়াও, ডিসেম্বরে শনি ও রবিবার- সহ মোট 18 দিনের ব্যাঙ্ক হলিডে রয়েছে। তবে এই ছুটি মোটেই এক রাজ্যে নয়। রিজার্ভ ব্যাঙ্ক যে হলিডে লিস্ট প্রকাশ করে, তাতে সব রাজ্যের ছুটি একত্রে থাকে। বিভিন্ন রাজ্যের নিজস্ব পালনীয় উৎসবগুলোতে শুধুমাত্র ওই রাজ্যেই ছুটি দেওয়া হয়। যেমন পয়লা বৈশাখ বাংলায় উৎসব হলেও, তা অন্য রাজ্যের ক্ষেত্রে কোনও ছুটির কারণ নয়।

You might also like!