দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দশমীর দিনে কি বলছে দেশের বিভিন্ন বাণিজ্যিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম।
নয়াদিল্লি: দিল্লিতে পেট্রল 96.72 টাকা এবং ডিজেল প্রতি লিটারের দাম রয়েছে 89.76 টাকা।
মুম্বই: দেশের বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের প্রতি লিটারের দাম 106.31 টাকা এবং ডিজেলের দাম 94.27 টাকা প্রতি লিটার।
কলকাতা: তিলোত্তমা নগরী কলকাতায় পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 106.03 টাকা। ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে 92.76 টাকা।
চেন্নাই: দেশের দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতেও পেট্রলের দাম রয়েছে চড়া। পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 102.31 টাকা। ডিজেলের লিটার প্রতি দাম রয়েছে 94.24 টাকা।
নয়ডায় পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 96.59 টাকা এবং ডিজেল প্রতি লিটারের দাম রয়েছে 89.76 টাকা।
গাজিয়াবাদে ডিজেলের দাম রয়েছে 96.58 টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটারে রয়েছে 89.75 টাকা প্রতি লিটার।
লখনউ শহরে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 96.57 টাকা এবং ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে 89.76 টাকা।
পটনাতেও জ্বালানির দাম রয়েছে চড়া। পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 107.54 টাকা এবং ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে 94.32 টাকা।