দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উৎসবের মরসুমে সোনার দামে ওঠানামা অব্যাহত। কিন্তু জেনে নেওয়া যাক পুজোর শেষে এসে ঠিক কত হল সোনার দাম?
দিন 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামে রয়েছে 56350 টাকা। নবমীর দিনেও সোনার দাম ছিল 56350 টাকাই। অষ্টমীর দিনের তুলনায় এই দাম প্রতি 10 গ্রামে 250 টাকা কম।
24 ক্যারেট সোনার দামও এদিন বদল আসেনি। 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামে দাম রয়েছে 61450 টাকা। নবমীর দিনেও দাম ছিল একই। তবে অষ্টমীর তুলনায় এই দাম প্রতি 10 গ্রামে 300 টাকা কম। অর্থাৎ শেষ 2 দিনে 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 300 টাকা কমেছে।