Business

1 year ago

Food Delivery Company zomato:ডেলিভারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল TVS

Food Delivery Company zomato
Food Delivery Company zomato

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের গাড়ির পরিসরে পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। তার অংশ হিসাবে এই নতুন উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই অংশীদারিত্বের অধীনে Zomato-কে আগামী দুই বছরের মধ্যে TVS Motor তার উন্নত বৈদ্যুতিক পাওয়ার ট্রেন এবং উচ্চতর ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে চালিত 10000 টি ইলেকট্রিক স্কুটার প্রদান করবে। যা লাস্ট-মাইল ডেলিভারির ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে বলে ধারণা করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

এই উদ্যোগটির মূল লক্ষ্য হল, টিভিএস মোটরের অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার ও জোম্যাটোর ডেলিভারি ব্যবসার বিস্তৃত নেটওয়ার্ককে একত্রিত করা। যার মাধ্যমে শহরের পরিবহণের ভবিষ্যৎ এক নতুন রূপে গড়ে উঠবে। এছাড়াও ডেলিভারির ক্ষেত্রে যাতে কোন সমস্যা না দেখা দেয়, সেই জন্য টিভিএস মোটরের পক্ষ থেকে জোম্যাটোর ডেলিভারি পার্টনারদের এলাকার মধ্যে চার্জিং স্টেশনগুলিতে সহজে অ্যাক্সেস প্রদান করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ডেলিভারি আরও সহজ করে তুলতে বিভিন্ন ডিজিটাল ইন্টিগ্রেশনের ব্যবস্থাও থাকবে।

 টিভিএস মোটর কোম্পানির বৈদ্যুতিক গাড়ির বিভাগের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মনু সাক্সেনা জানিয়েছেন, "TVC iQube ইলেকট্রিক স্কুটারটি ইতিমধ্যেই দেশে জনপ্রিয়তা অর্জন করেছে। স্কুটারটির এই সাফল্যের উপর লক্ষ্য রেখে আমরা আমাদের বৈদ্যুতিক বিভাগের অফারগুলিকে একাধিক সেগমেন্টে প্রসারিত করছি। লাস্ট মাইল ডেলিভারির খাতে দ্রুত বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এই স্কুটারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জোম্যাটোর ডেলিভারি পার্টনারদের গাড়ির বিদ্যুতায়নের প্রকল্পের অংশ হতে পেরে টিভিএস গর্বিত। এই নতুন উদ্যোগটি টিভিএস মোটরের যাত্রাপথে একটি নতুন মাইলফলক যোগ করেছে।"

এই বিষয়ে Zomato-র চিফ অপারেশন অফিসার রিনশুল চন্দ্র জানিয়েছেন, "জোম্যাটোতে আমরা 2030 সালের মধ্যে ডেলিভারির পরিষেবায় 100% ইভি চালু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, আমাদের সংস্থাটি ক্লাইমেট গ্রুপের EV100 ক্যাম্পেইনে যোগদানকারী প্রথম ফুড অর্ডার ও ডেলিভারি প্ল্যাটফর্ম। এখনও পর্যন্ত আমরা নিজেদের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে 50টিরও বেশি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছি। আগামী দুই বছরের মধ্যে ডেলিভারি পরিষেবায় 100000 টিরও বেশি বৈদ্যুতিক স্কুটার সক্রিয় করার পরিকল্পনা রয়েছে। উন্নত পরিকাঠামো এবং বিশ্বজুড়ে থাকা খ্যাতির কারণে টিভিএস মোটরের সঙ্গে এই নতুন যৌথ উদ্যোগটি এই প্রতিশ্রুতিতে পূরণের লক্ষ্যে আরও গতি প্রদান করবে। আমাদের ডেলিভারি অংশীদারদের যানকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করে পরিবেশ রক্ষায় ভূমিকা গ্রহণ করতে পেরে আমরা গর্বিত।"

অপরিশোধিত তেল আমদানির পিছনে ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিচ্ছে দেশ। দেশের রাস্তায় অপরিশোধিত তেলে চালিত গাড়ির অধিকাংশই ব্যবহৃত হয় পণ্য পরিবহণে। সেই পরিসরে অন্যতম এই ফুড ডেলিভারির খাতটি। এই ক্ষেত্রে যদি সম্পূর্ণ বিদ্যুতায়ন করা হয়, তা যে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে সেই বিষয়টি স্পষ্ট।




You might also like!