Business

11 months ago

Google Pay: এবার Google Pay তে কাটা যাবে ট্রেনের টিকিট!

Google Pay (Symbolic Picture)
Google Pay (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Google Pay এমন এক UPI অ্যাপ যার মাধ্যমে যেকোনো কিছু কেনাবেচা কিংবা আর্থিক লেনদেন সম্পন্ন হয় তৎক্ষণাৎ। এছাড়াও গুগল পে -তে পাওয়া যায় স্ক্যানারের সুবিধা।  যার মাধ্যমে গুগল পে-র মতো অনলাইন লেনদেনকারী অ্যাপ দিয়ে স্ক্যান করে মুহূর্তে লেনদেন করা যেতে পারে। তবে বর্তমানে আরও একটি ব্যাবস্থা গুগল পে -র আওতায় পড়তে চলেছে। তবে আসুন জেনে নেওয়া যাক, কি সেই ব্যাবস্থা? 

এবার নাকি ট্রেনের টিকিট বুক করা যাবে গুগল পে- মাধ্যমে। কিভাবে ট্রেনের টিকিট পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে? রইল পদ্ধতি। 

প্রথমে নিজের ফোনে গুগল পে অ্যাপ খুলুন

এরপর সার্চ বারে গিয়ে লিখুন ConfirmTkt । এবার ConfirmTkt এলে সেখানে ক্লিক করুন।

এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে From এবং To-এ স্টেশনের নাম বেছে নিতে হবে। একইসঙ্গে কোন দিনের টিকিট কাটছেন, তাও বেছে নিতে হবে।

এরপর নিচের সার্চ ট্রেনে ট্যাপ করুন। এখন আপনি সমস্ত ট্রেন সম্পর্কে তথ্য পাবেন।

এখানে ট্রেনের সিটের সংখ্যা ও প্রাপ্যতা অনুযায়ী ট্রেন বাছতে হবে টিকিট বুকিংকারীকে।

এরপর আপনাকে সাইন ইন করতে বলা হবে, তারপর Continue-তে ক্লিক করতে হবে।

এর পরে আরও একবার ট্রেন বেছে নিতে হবে। কোন ক্লাসের টিকিট কাটছেন তা কনফার্ম করতে হবে।

এরপর নিজের আইআরসিটিসি অ্যাকাউন্টের ইউজার নেম ও অন্য তথ্য দিতে হবে। যদি আইআরসিটিসি অ্যাকাউন্ট না থাকে, তবে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এবার যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। যেমন যাত্রীর নাম, বয়স ইত্যাদি।

এরপর সমস্ত বিবরণ নিশ্চিত করে, Continue -তে ক্লিক করতে হবে।

এরপর পেমেন্ট পদ্ধতি বেছে নিতে হবে। এর পর Proceed to continue -তে ক্লিক করতে হবে।

এরপর UPI পিন লিখুন। তারপর IRCTC পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিন।

সব হয়ে গেলে সাবমিট করুন। এরপর আপনার টিকিট বুক করা হবে এবং একটি কনফার্ম অপশনেও ক্লিক করতে হবে। 

You might also like!