Business

1 year ago

Price of Tomato: ভারী বৃষ্টির জেরে টমেটোর দাম ঊর্ধ্বমুখী, দিল্লিতে বিকোচ্ছে ৯০-১০০ টাকা কেজি দরে

Tomato Price (Symbolic Picture)
Tomato Price (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৮ জুন: ভারী বৃষ্টির জেরে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে টমেটোর। দিল্লিতে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো, দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও অস্বাভাবিকভাবে দাম বেড়েছে টমেটোর।

দিল্লির এক পাইকারি বিক্রেতা বুধবার সকালে জানিয়েছেন, পাইকারিতে তাঁরা টমেটো পাচ্ছেন ৬০-৮০ টাকা কেজিতে। খুচরায় মানুষ তা ৯০-১০০ টাকায় পাবেন। বৃষ্টির কারণে গত ১০-১৫ দিনে দাম বেড়েছে।

দিল্লির কোথাও কোথাও আবার ১০০ টাকা কেজি ধরে বিকোচ্ছে টমেটো। অন্য এক টমেটো বিক্রেতা জানিয়েছেন, "টমেটো প্রতি কেজি ১০০ টাকায় পৌঁছেছে। যাদের ১ কেজি দরকার তাঁরা ২৫০ গ্রাম টমেটো নিচ্ছেন। গত ৪-৫ দিন থেকে টমেটোর দাম বেড়েছে। এতে জনগণের পকেটে ব্যাপক প্রভাব পড়ছে।"

তবে শুধু দিল্লি নয়, কলকাতায়ও টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায় ।


You might also like!