Business

1 year ago

FD Interest Rates: FD-তে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক! জানুন বিস্তারিত

ICICI Bank (File Picture)
ICICI Bank (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনিয়োগের ব্রহ্মাস্ত্র হল এফডিআই। আর সম্প্রতি আবার ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে সুদের হারে বৃদ্ধি করল ICICI ব্যাঙ্ক। যার মাধ্যমে ফিক্সড ডিপোজিট (এফডি)-এ বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী খুব সহজে নিশ্চিত ও ভালো টাকার রিটার্ন পেয়ে যেতে পারেন।

ICICI ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর জন্য 4.75 শকাংশ থেকে 7.25 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন গ্রাহকদের সর্বোচ্চ 7.25 শতাংশ সুদের হার অফার করছে। ICICI ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেটগুলি 18 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে৷

You might also like!