দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনিয়োগের ব্রহ্মাস্ত্র হল এফডিআই। আর সম্প্রতি আবার ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে সুদের হারে বৃদ্ধি করল ICICI ব্যাঙ্ক। যার মাধ্যমে ফিক্সড ডিপোজিট (এফডি)-এ বিনিয়োগ করে একজন বিনিয়োগকারী খুব সহজে নিশ্চিত ও ভালো টাকার রিটার্ন পেয়ে যেতে পারেন।
ICICI ব্যাঙ্ক এখন 7 দিন থেকে 10 বছরের ফিক্সড ডিপোজিট (এফডি)-এর জন্য 4.75 শকাংশ থেকে 7.25 শতাংশ সুদের হার অফার করছে। ব্যাঙ্ক এখন গ্রাহকদের সর্বোচ্চ 7.25 শতাংশ সুদের হার অফার করছে। ICICI ব্যাঙ্ক-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ফিক্সড ডিপোজিট (এফডি)-এর নতুন রেটগুলি 18 অক্টোবর 2023 তারিখ থেকে কার্যকর হয়েছে৷