দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ২১ ২২ তারিখ রাজ্য অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।ইতিমধ্যেই শহর কলকাতা সেজে উঠছে পোস্টার, ব্যানারে। এই বাণিজ্য সম্মেলনে ২০ টি দেশ থেকে শিল্পপতি ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
সরকারি ভাবে ঘোষণা করা না হলেও, সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে হাজির থাকবেন ভারতীয় শিল্পপতি ও ধনীতম ব্যক্তি, রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় 35 জন শিল্পপতি এই সম্মেলনে হাজির হতে পারেন। পাশাপাশি বাংলার শিল্পপতিরাও এই সম্মেলনে যোগ দেবেন।
এছাড়াও, দুবাই খ্যাত লুলু গ্রুপের আধিকারিকরা এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারে এমন সম্ভবনাও রয়েছে। মনে করা হচ্ছে, এই গ্রুপটি কলকাতা সংলগ্ন জেলাগুলোতে বিনিয়োগের ঘোষণাও করতে পারে। এর আগে জানা গিয়েছিল নিউটাউনে একটি বিশ্বমানের মল তৈরি করবে এই গ্রুপ।
এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের মূল ফোকাস যে MSME-র উপর তা স্পষ্ট করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দেশ- বিদেশের শিল্পপতিদের পাশাপাশি রাজ্যের শিল্পপতিরাও এই সম্মেলনে যথেষ্ট গুরুত্ব পাবেন বলে মনে করা হচ্ছে। RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, ITC গ্রুপের সঞ্জীব পুরী, চ্যাটার্জি গ্রুপের পূর্ণেন্দু চট্টোপাধ্যায়-সহ সজ্জন জিন্দল, হর্ষবর্ধন নেওটিয়ার মতো শিল্পপতিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত BGBS-এ 3.42 লাখ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব মিলেছিল। সূত্রের দাবি, এবারের শিল্প সম্মেলন থেকে রাজ্যে সাড়ে 3 লাখ কোটি টাকার বিনিয়োগের আশা করা হচ্ছে। এরফলে রাজ্যে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
এবছরের BGBS নিয়ে কয়েকমাস আগে থেকেই কিন্তু কোমর কষেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের আমন্ত্রণ জানাতে স্পেন ও দুবাইতে সফর করেছেন। সেই সফরের ফলাফল হিসেবেই মিলেছে লুলু গ্রুপের প্রতিশ্রুতি। এই বহুজাতিক সংস্থাটি এরাজ্যে একাধিক মল তৈরির ঘোষণা করতে পারে। একই সঙ্গে পোল্ট্রি, দুধ ও মাংস প্রক্রিয়াকরণ, মৎস প্রক্রিয়াকরণের মতো খাতেও বিনিয়োগের বিষয়ে উৎসাহ দেখাতে পারে বলে জানা গিয়েছে।