Business

1 year ago

LPG Gas price hike: ১ ডিসেম্বর থেকেই দাম বাড়ল LPG রান্নার গ্যাসের, কলকাতায় কত যাচ্ছে দর?

LPG Gas price hike
LPG Gas price hike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপয়লা ডিসেম্বর থেকেই দাম বাড়ল এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের (LPG Gas), তেল বিপণন সংস্থার তরফে জানানো হয়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে ২১ টাকা। নয়া দাম কার্যকরী হচ্ছে ১ ডিসেম্বর থেকে।

তবে, ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ এই পরিমাণ গ্যাসের দাম যাচ্ছে ৯২৯ টাকাই। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দিকে দুবার দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। ১ নভেম্বর থেকে এক লাফে ১০০ টাকা বৃদ্ধির পরে , ১৬ নভেম্বর ৫৭ টাকা কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।নতুন দামের ভিত্তিতে, দিল্লিতে একটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম যাচ্ছে ১৭৯৬.৫০ টাকা। আগে এই দাম ছিল ১৭৫৫.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫.৫০ টাকা ছিল, এখন সেই দাম দাঁড়িয়েছে ১৯০৮.০ টাকা।


You might also like!