দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার কফি হাউজ এখন সাগর পাড়ে। নিউ দিঘার জাহাজ বাড়িতে খুলছে কলেজস্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসের শাখা। ষষ্ঠীর দিনেই উদ্বোধন হতে চলেছে এটির। মেনুতে থাকছে বড় চমক।
গতবার মুখ্যমন্ত্রী দিঘাতে কফি হাউস তৈরির প্রস্তাব দিয়েছিলেন। অবশেষে সেই কফি হাউসের উদ্বোধন হতে চলেছে ষষ্ঠীর দিন। কফি হাউসে থাকছে 120টি সিট। মোট আড়াই হাজার স্কোয়ার ফিটের উপর গড়ে তোলা হয়েছে এই রেস্তোরাঁটি। শীততাপ নিয়ন্ত্রিত কফি হাউসে পাওয়া যাবে ফিশ ফিঙ্গার, মাটন কবিরাজি থেকে চাইনিজ তন্দুর, মকটেল সবই। সঙ্গে অতি অবশ্যই থাকবে মান্নাদের প্রিয় পকোড়া এবং ব্ল্যাক কফি। আড্ডার আসর জমবে মান্নাদের গানের সঙ্গে। জানানো হয়েছে সারা দিনই কফি হাউসে মান্নাদের গান বাজবে। দার্জিলিঙের পরে এ বার দিঘার সমুদ্রসৈকতে ঢেউ গুনতে গুনতে কফি হাউসের কফির কাপে চুমুক দিতে পারবেন পর্যটকেরা।