Business

1 year ago

SBI:1130% লভ্যাংশ প্রদানের ঘোষণা দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের

SBI
SBI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুনাফা বাড়ল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। আজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চতুর্থ ত্রৈমাসিকের ফল ঘোষণা করা হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের 2022-23 সালের শেষ কোয়ার্টারে লাভের পরিমাণ 83 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 16695 কোটি টাকায়। এক বছর আগে একই ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের লাভ হয়েছিল 9113 কোটি টাকা। ব্যাঙ্কের বোর্ডের পক্ষ থেকে প্রতি শেয়ারে 11.30 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ার হোল্ডাররা পাবেন প্রায় 1130 শতাংশ লভ্যাংশ। লভ্যাংশের পেমেন্টের তারিখও নির্ধারণ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 14 জুন এই মুনাফার অংশ হাতে পেতে চলেছেন বিনিয়োগকারীরা।


চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কটির সুদ থেকে আয় 29 শতাংশ বেড়ে হয়েছে 40393 কোটি টাকা। এক বছর আগে একই ত্রৈমাসিকে এই ব্যাঙ্কের আয়ের পরিমাণ ছিল 31198 কোটি টাকা। ব্যাঙ্কটির প্রভিশন (কর বাদে) এক বছর আগে ছিল 7237 কোটি টাকা। এবার তা হ্রাস পেয়ে হয়েছে 3316 কোটি টাকা।রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি তাদের সম্পদের গুণমানও উন্নত করেছে। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে ব্যাঙ্কে NPA ছিল 1278 কোটি টাকা। সম্পদের মানের ক্ষেত্রে মার্চ ত্রৈমাসিকে গ্রস এনপিএ 2.78 শতাংশ হয়েছে। গত অর্থবর্ষের অক্টোবর থেকে ডিসেম্বরে এই পরিমাণ ছিল 3.14 শতাংশ। 2021-22 সালের মার্চ ত্রৈমাসিকে ব্যাঙ্কটির NPA-এর পরিমাণ ছিল 3.97 শতাংশ।


জানুয়ারি থেকে মার্চে এই ব্যাঙ্কের অপারেশন থেকে মুনাফা প্রায় 25 শতাংশ বেড়ে হয়েছে 24621 কোটি টাকা। ব্যাঙ্কটির দেশে সুদের মার্জিন 44 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 3.84 শতাংশে।ব্যাঙ্কটির প্রভিশন কভারেজ রেশিও ছিল 76.39 শতাংশ। অর্থাৎ এটি 135 বেসিস পয়েন্ট বেড়েছে। ব্যাঙ্ক সূত্রে খবর, SBI-এর 2022-23 সালের চতুর্থ ত্রৈমাসিকে ক্রেডিট খরচ 0.16 শতাংশ হয়েছে। ব্যবসায়িক হিসাবে ব্যাঙ্কের ক্রেডিট বৃদ্ধির হার 16 শতাংশ বেড়ে পৌঁছেছে 32.69 লক্ষ কোটি টাকায়। ব্যাঙ্কটির কর্পোরেট লোনের পরিমাণ 12 শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, রিটেল পার্সোনাল লোন 18 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। এদিকে শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানতের পরিমাণ 9 শতাংশ বেড়ে হয়েছে 44.23 লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাজার বন্ধের সময় এই ব্যাঙ্কের শেয়ারের দাম 2.06 শতাংশ হ্রাস পেয়ে হয় 574.20 টাকা।

You might also like!