দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি। এই দিন তিনি আশ্বাস দিলেন আগামী 3 বছরে 23000 কোটি টাকা রাজ্যে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স গ্রুপ। পাশাপাশি তিনি জানান, গত কয়েক বছরে রাজ্যে ইতিমধ্যেই 45000 কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স গ্রুপ।
এর পাশাপাশি কালীঘাট মন্দির সংস্করণেও হাত বাড়িয়ে দিলেন তিনি। তিনি জানান, কালীঘাট মন্দির সংস্কার করবে রিলায়েন্স। এ প্রসঙ্গে তিনি বলেন, মন্দিরের ঐতিহ্য ও সংস্কৃতির কথা মাথায় রেখে পুরনো ধাঁচেই সংস্কার করে নতুন মন্দির গড়ে তোলা হবে।
আম্বানি বলেন, বাংলা রিলায়েন্সের বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসাবে নির্ধারিত হয়েছে। 23000 কোটি টাকা তিন খাতে বিনিয়োগ হবে বলে আশ্বাস দেন আম্বানি। এর মধ্যে রয়েছে অন্যতম হল জিওর ডিজিটাল লাইফ সলিউশন- যা সাধারণ মানুষের জীবন যাত্রার মানকে উন্নত করে তুলবে। যার ফলে অ্যাগ্রি কালচারাল, হেলথ কেয়ার, শিক্ষাখাতের উন্নয়ন ঘটবে। শীঘ্রই বাংলার প্রতিটা বাড়ি জিও ফাইবারের সঙ্গে জুড়ে স্মার্ট হোম হয়ে উঠবে বলে আশ্বাস দেন তিনি। এরফলে রাজ্যে লাখ লাখ উদ্যোক্তা তৈরি হবে বলেও মতপ্রকাশ করেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার।