দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Jio Swiggy রিচার্জ করুন আর Swiggyতে খাবার অর্ডারে পেয়ে যান আকর্ষণীয় ছাড়। প্রথম বার এমন কোনও প্ল্যান নিয়ে এল মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি। Jio-র ঝুলিতে একাধিক এমন প্ল্যান রয়েছে যেগুলিতে OTT বেনিফিট-সহ অন্যান্য একাধিক অফার থাকে। সেই প্ল্যানগুলি গ্রাহকদের বিনামূল্যে স্ট্রিমিং কনটেন্ট দেখার অভিজ্ঞতা দেয়। নতুন যে প্ল্যানটি Jio লঞ্চ করেছে, তার জন্য ব্যবহারকারীদের 866 টাকা খরচ করতে হবে। নতুন প্ল্যানটিকে বলা হচ্ছে, Jio-Swiggy Festive প্রিপেড প্ল্যান বা Jio Swiggy One Lite প্যাকটি রিচার্জ করতে 866 টাকা খরচ করতে হবে। 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা Swiggyতে খাবার অর্ডারের সময় পেয়ে যাবেন আকর্ষণীয় অফার।
866 টাকার এই Jio সুইগি রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যাবেন। যদিও দৈনিক ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 64 Kbps হয়ে যাবে। অন্যান্য অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টা করে SMS পাঠানোর অফার। আর এই সব কিছুই আপনি পেয়ে যাবেন 84 দিনের জন্য।
এই 866 টাকার Jio প্ল্যানে থাকছে Swiggy-র ফ্রি ডেলিভারি বেনিফিটস। খাবার থেকে শুরু করে মুদিদ্রব্য ও অন্যান্য ক্যাটেগরিতে আকর্ষণীয় ছাড় পাবেন কাস্টমাররা। অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার থাকছে তিন মাসের জন্য Swiggy One Lite সাবস্ক্রিপশন বেনিফিট।
Swiggy ওয়ান লাইট সাবস্ক্রিপশন বেনিফিটের জন্য কাস্টমারদের আলাদা করে 600 টাকা খরচ করতে হয়। তার পরিবর্তে কাস্টমাররা পেয়ে যান –
* 149 টাকার উপরে খাবার অর্ডারে 10টি ফ্রি হোম ডেলিভারি।
* 199 টাকার উপরে ইনস্টামার্ট অর্ডারে 10টি ফ্রি হোম ডেলিভারি।
* বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে 30% অতিরিক্ত ছাড়।
* 60 টাকার উপরে জেনি ডেলিভারিতে 10% ছাড়।
এছাড়াও এই সুইগি বান্ডল প্ল্যানে কাস্টমাররা পেয়ে যাবেন 50 টাকার ক্যাশব্যাক। তবে তা MyJio অ্যাকাউন্ট থেকেই পাওয়া যাবে।