Business

1 year ago

RBI Governor shaktikant das: ভারতের ব্যাঙ্কিং সিস্টেম স্থিতিশীল, শক্তিশালী পুঁজি-সহ স্থিতিস্থাপক : আরবিআই গভর্নর

RBI Governor  Shaktikanta Das (File Picture)
RBI Governor Shaktikanta Das (File Picture)

 

মুম্বই, ২৪ মে  : ভারতের ব্যাঙ্কিং সিস্টেম স্থিতিশীল, শক্তিশালী পুঁজি-সহ স্থিতিস্থাপক। বললেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, সুদের হার বৃদ্ধি স্থগিত করা আমার হাতে নেই, এটি নির্ভর করে পরিস্থিতির উপর। বুধবার সিআইআই বার্ষিক অধিবেশনে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, খুচরা মুদ্রাস্ফীতির পরবর্তী মুদ্রণ ৪.৭ শতাংশের কম হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, মুদ্রাস্ফীতি সহনীয় হয়েছে, কিন্তু আত্মতুষ্টির কোনও অবকাশ নেই।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, "অর্থনৈতিক মন্দা অবশ্য উন্নত অর্থনীতিতে কেন্দ্রীভূত হয়েছে, যেখানে এশিয়া-প্যাসিফিক অঞ্চল ২০২৩ সালে বিশ্বব্যাপী বৃদ্ধির প্রায় ৭০ শতাংশ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। একই অনুমান অনুসারে, ভারত চলতি বছরে বিশ্বব্যাপী বৃদ্ধিতে প্রায় ১৫ শতাংশ অবদান রাখবে। শক্তিকান্ত দাস বলেছেন, আরবিআই-এর প্রচেষ্টা হল বিনিময় হারের স্থিতিশীলতা নিশ্চিত করা। আরবিআই সক্রিয় এবং বিচক্ষণ থাকবে, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে অর্থনীতিকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।


You might also like!