Business

1 year ago

Price of vegetables rise in country:দিল্লি-সহ দেশজুড়ে ঊর্ধ্বমুখী সবজির দাম, অর্ধেক দামে টমেটো বিক্রি করছে তামিলনাড়ু সরকার

Tomato
Tomato

 

নয়াদিল্লি, ৫ জুলাই : দিল্লি-সহ গোটা দেশজুড়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সবজির। টমেটো থেকে পটল, ক্যাপসিকাম থেকে লঙ্কা-সবকিছুরই দাম অত্যধিক বেশি। ঝাড়খণ্ডে পেট্রোলের থেকে টমোটোর দাম বেশি বলছেন ক্রেতারা। দিল্লিতেও বেড়েছে সবজির দাম, দিল্লির সফল স্টোরে টমেটোর দাম কেজি প্রতি ১২৯ টাকা। ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, আমরা টমেটো খাওয়া বন্ধ করে দিয়েছি। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২৯ টাকায়। সরকারকে এ বিষয়ে ভাবতে হবে।

উত্তর প্রদেশের মোরাদাবাদে বুধবার প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হয়েছে টমেটো। ক্রেতারা বলছেন, সবজির দাম অনেক বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকায়। মূল্যবৃদ্ধির কারণে ক্রেতারা চরম সমস্যায় পড়েছেন। সরকারকে হস্তক্ষেপ করে সবজির দাম নিয়মিত করার অনুরোধ করেছেন অনেক ক্রেতারা। এই মূল্যবৃদ্ধির মধ্যেই অল্প দামে টমেটো বিক্রি করছে তামিলনাড়ু সরকার। এদিন সকালে চেন্নাইয়ের টি নগরের পন্ডি বাজারে দেখা যায়, রেশনের দোকানে প্রতি কেজি ৬০ টাকা ভর্তুকি হারে টমেটো বিক্রি শুরু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি ক্রেতারা। এক ক্রেতা বলেছেন, বুধবার থেকে রেশনের দোকানে টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বাজারে এটি ১০০-১৩০ টাকা প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে। আমরা খুশি যে সরকার অর্ধেক দামে বিক্রি শুরু করেছে। এই ভালো উদ্যোগের জন্য আমরা আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।


You might also like!