দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার ইউপিআই নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সংস্থা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া মূলত UPI পরিচালনা করার দায়িত্বে রয়েছে। এবার এই সংস্থা ফোনপে, গুগল পে, পেটিএম-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। যে UPIid থেকে বিগত এক বছরে কোনও লেনদেন হয়নি, তেমন ইউপিআই আইডি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বন্ধ করার আগে ই-মেলে গ্রাহককে বিষয়টি জানাতেও বলা হয়েছে। এই কাজের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তের ফলে UPI লেনদেন আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। এই নির্দেশ আসার পরে এখন সমস্ত অ্যাপ এবং ব্যাঙ্ক নিষ্ক্রিয় গ্রাহকদের ইউপিআই আইডি এবং এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর যাচাই করবে। 1 বছরের মধ্যে ক্রেডিট বা ডেবিট না হলে UPI আইডি বন্ধ হয়ে যাবে।