Business

1 year ago

Uber Flex: এবার সস্তায় উবার বুকিং করতে পারবেন যাত্রীরা! জেনে নিন সেই তথ্য

Uber Flex (Symbolic Picture)
Uber Flex (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উবার- এ ভাড়া নিয়ে এবার দরদাম করতে পারবেন ক্যাব বুকিংকারী যাত্রীও। সম্প্রতি কোম্পানি, উবার ফ্লেক্স নামে একটি নতুন ফিচার চালু করেছে। যা যাত্রীকে এই স্বাধীনতা দিচ্ছে। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবেই এই ফিচার আনা হয়েছে নির্দিষ্ট কিছু শহরে। যদিও ভাড়া নিয়ে এই দরদামের ফিচারটি ২০২৩ সালের অক্টোবরে চালু করেছিল অ্যাপ ক্যাব কোম্পানিটি। কিন্তু তখন হাতে গোনা, একটি বা দুটি শহরে আভ্যন্তরীণ প্রজেক্ট হিসেবে এই পরিষেবা দেওয়া হচ্ছিল। কিন্তু, এবার তার ব্যাপ্তি ঘটিয়ে মোট ১২ টি শহরে উবার এই পরিষেবা শুরু করছে। মূলত, টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে এই পরিষেবা দেওয়া হচ্ছে।

ভারত ছাড়াও লেবানন, কেনিয়া এবং ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশেও উবার এই ফ্লেক্স পরিষেবার পরীক্ষা করছে বলে জানা গিয়েছে। ফ্লেক্স পোগ্রামের আওতায় উবার একটি নির্দিষ্ট ভাড়া সেট করে দেবে, কিন্তু তার বদলে 8টি আলাদা আলাদা ভাড়া নিয়ে দরদাম করতে পারবেন যাত্রী।

২০২৩ সালের অক্টোবর মাসে এই পরিষেবা নিয়ে এসেছিল উবার। তখন সুরাট ও ইন্দোরে ক্যাব বুকিং পরিষেবা চালু করা হয়েছিল। তবে এবার ঔরঙ্গাবাদ, আজমির, বেরেলি, চণ্ডীগড়, কোয়েম্বাটোর, দেরাদুন, গোয়ালিয়র, ইন্দোরের মতো মোট ১২ টি শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। কোম্পানির তরফে আশা করা হচ্ছে, এই ফ্লেক্স পরিষেবার সুবিধা নিতে বুকিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। 

এখনই কলকাতায় এই পরিষেবা চালু না হলেও পরীক্ষা সফল হলে নিকটবর্তী ভবিষ্যতে দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরে এই পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে কোম্পানি।

You might also like!