দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক ও তার সহযোগী দেশগুলি সব মিলিয়ে প্রতি দিন অতিরিক্ত ১ মিলিয়ন ব্যারেল উৎপাদন ছাঁটাই করতে একমত হয়েছে।
সৌদি আরবও ১ মিলিয়ন ব্যারেল উৎপাদন কমাবে বলে আশা করা হচ্ছে। এর ফলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বাড়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ভারতেও পেট্রল, ডিজেলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, গত প্রায় ২০ মাস ভারতে পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।