মুম্বই, ৩০ অক্টোবর: বাণিজ্যনগরী মুম্বইয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি দরে, মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য প্রয়োজনের তুলনায় কমই পেঁয়াজ কিনছেন ক্রেতারা। ফলে দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন বিক্রেতারা।
সোমবার সকালে মুম্বইয়ের বিভিন্ন বাজারে ৮০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। এত মূল্যবৃদ্ধি কেন, এ বিষয়ে এক বিক্রেতা বলেছেন, আগে দাম কম ছিল, মজুত কমে এসেছে। যে সমস্ত ক্রেতারা আড়াই কেজি পেঁয়াজ কিনতেন, তাঁরা এখন প্রয়োজনের তুলনায় কম পেঁয়াজ কিনছেন। এক ক্রেতা বলেছেন, পেঁয়াজের দাম অনেক বেড়েছে। ৮০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে, এই দাম হয়তো ১৫০ টাকায় পৌঁছে যাবে। পেঁয়াজের দাম কমানোর জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ করছি।