Business

1 year ago

RBI Guidelines: অ্য়াকাউন্টে নেই 'মিনিমাম ব্যালান্স'? আর জরিমানা করতে পারবে না ব্যাঙ্ক! নয়া নির্দেশ RBI-এর

RBI
RBI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের সুখবর শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি একটি নির্দেশিকায় RBI জানিয়েছে, যে সব অ্যাকাউন্টে দু বছর লেনদেন হয়নি এবং নূন্যতম ব্যালান্সও নেই সেই অ্য়াকাউন্টগুলিতে জরিমানা করতে পারবে না কোনও ব্যাঙ্ক। ইনঅপারেটিভ অ্যাকাউন্ট অর্থাৎ অব্যবহৃত অ্য়াকাউন্টগুলির জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে।

এর পাশাপাশি ওই নির্দেশিকায় জানানো হয়েছে, যে অ্য়াকাউন্টগুলিতে স্কলারশিপের টাকা জমা হয় সেই অ্য়াকাউন্টগুলিতেও দু বছর লেনদেন না হলে অব্যবহৃত হিসেবে গণ্য করা যাবে না। আগামী অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে এই নয়া সার্কুলার কার্যকর হবে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কিং সিস্টেমে টাকা জমা রাখা কমাতে এবং যোগ্য মালিকের হাতে প্রাপ্য টাকা তুলে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You might also like!