Business

9 months ago

Narayana Murthy Grandson:৪ মাসের নাতিকে ২৪০ কোটির উপহার নারায়ণ মূর্তির

Narayana Murthy Grandson
Narayana Murthy Grandson

 

বেঙ্গালুরু, ১৯ মার্চ : বয়স মাত্র ৪ মাস। এই বয়সেই দাদুর কাছ থেকে ২৪০ কোটি টাকার উপহার পেল একাগ্র রোহন মূর্তি। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির বয়স এখন মাত্র চার মাস ৷

বিএসই-র তথ্য অনুযায়ী নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তির কাছে এখন ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার রয়েছে। যা মোট শেয়ারের ০.০৪ শতাংশ। এর ফলে ইনফোসিসে নারায়ণমূর্তির নিজের অংশ ০.৪০ শতাংশ থেকে কমে ০.৩৬ শতাংশ হয়েছে। জানা গেছে, অফ-মার্কেটে এই শেয়ার হস্তান্তর হয়েছে। উল্লেখ্য, নারায়ণ মূর্তির মোট সম্পত্তির আনুমানিক মূল্য ৩৬,৭০০ কোটি টাকা।

প্রসঙ্গত, নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তির ছেলে রোহন মূর্তি এবং পুত্রবধূ অপর্ণা কৃষ্ণানের একমাত্র সন্তান একাগ্র৷ এছাড়াও নারায়ণ মূর্তি ও সুধা মূর্তির দুই নাতনি রয়েছে। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি ও জামাই তথা ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের দুই কন্যা রয়েছে, কৃষ্ণা এবং অনুষ্কা।


You might also like!