দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের শেষ সপ্তাহেই প্রায় এক হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করল অনলাইন পেমেন্ট সংস্থা Paytm। তাদের তরফে জানানো হয়েছে, ছাঁটাই হওয়া কর্মীদের কাজ আরও দক্ষতার সঙ্গে করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। সেকারণেই কর্মী সংকোচন করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত অক্টোবর থেকেই কর্মী সংকোচনের কাজটি শুরু করেছে Paytm। তবে আগামী দিনে আরও কর্মী নিয়োগের কথাও জানিয়েছে। ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে Paytm এর তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের ফলে সংস্থার যেমন উন্নতি হবে তেমনই এক ধাক্কায় খরচও অনেক কমবে।
শুধু Paytm নয়, একাধিক সংস্থাও এখন AI এর বিপুল ব্যবহার করছে। অনেক সংস্থা যেমন আরও উন্নতমানের পরিষেবা দিতে সক্ষম হচ্ছে তেমনই ডিপ ফেকের মতো খারাপ দিকও প্রকাশ্যে এসেছে।