Business

1 year ago

Local Train: ডিসেম্বরেই লোকালে ফার্স্ট ক্লাস!

Local first class in December!
Local first class in December!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সোমবার সব জল্পনার অবসান ঘটালো পূর্ব রেল। জানিয়ে দেওয়া হলো, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে যাত্রী পরিষেবার জন্য লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা সংযোজন করা হচ্ছে। একই সঙ্গে এদিন প্রকাশ করা হয়েছে আংশিক ভাড়ার তালিকাও। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের পরে দ্বিতীয় শহর হিসেবে কলকাতাতেও লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরার স্বাচ্ছন্দ্য পেতে চলেছেন যাত্রীরা। 

এতদিন মূলত দূরপাল্লার ট্রেনে যাত্রীস্বাচ্ছন্দ্যের নানা ধরনের সুবিধা চালু করার পাশাপাশি এবার লোকাল ট্রেনের যাত্রী অর্থাৎ নিত্যযাত্রীদের দিকেও মন দিয়েছে পূর্ব রেল। সেই পথে অন্যতম পদক্ষেপ হিসেবে সংযোজন করা হলো ইএমইউ লোকালে ফার্স্ট ক্লাস রেকের।

গোটা দেশের মোট ১৮টি রেলওয়ে জ়োনের মধ্যে একমাত্র ওয়েস্টার্ন জ়োনের মুম্বই সাবার্বান ডিভিশনেই এতদিন লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরা চালু হয়েছিল। ওই কামরা শীতাতপ-নিয়ন্ত্রিত। ২০১৭-র ২৫ ডিসেম্বর থেকে ওই ডিভিশনের যাত্রীরা লোকাল ট্রেনে এসি রেকের স্বাচ্ছন্দ্য পেয়ে আসছিলেন। এবার মুম্বইয়ের পাশাপাশি পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনেও এই সুবিধা চালু হতে চলেছে।

You might also like!