দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের সবচেয়ে মূল্যবান ভারতীয় সংস্থার তালিকায় পঞ্চম স্থানে স্থান পেল লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। বর্তমানে তাদের বাজারমূল্য ৭ লাখ কোটি টাকা। অন্যদিকে ওই তালিকার শীর্ষে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী।
তালিকায় আর কে কে ?
সম্প্রতি বাজারমূল্যের নিরীখে দেশের শীর্ষ সংস্থাগুলির তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ICICI ব্যাঙ্ককে টপকে পঞ্চম স্থানে উঠেছে LIC। এছাড়াও ওই তালিকায় রয়েছে HDFC ব্যাঙ্ক, TCS এবং ইনফোসিস।
শুক্রবারই LIC-র শেয়ার ৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে LIC র তরফে জানানো হয়েছে, সংস্থার নেট প্রিমিয়াম ৫ শতাংশ বেড়েছে। এবং বর্তমান প্রিমিয়ামের পরিমাণ হয়েছে ১,১৭, ০১৭ কোটি টাকায়। একবছরে LIC-র স্টক বেড়েছে ৮৬.২৬ শতাংশ।